বালিয়াকান্দিতে রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যশী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার কাজী রহমান মানিক ‘ভ্যান চালক শ্রমিকদের সাথে মতবিনিময় করেছেন। গত শনিবার বিকালে বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ ‘বিদ্যালয়ের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মো. নবিয়ালের সভাপতিত্বে প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রিয কমিটির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও সহাকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী রহমান মানিক।
‘অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান সাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক জাহিদ হাসান রিপন, বর্তমান সদস্য সচিব রফিকুজ্জামান লিটন, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সেলিম, জঙ্গল ইউনিয়ন যুবদলের সভাপতি আতিয়ার রহমান, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হোসেন, যুবদল নেতা রুবেল কাজী, শাহআলম, ইব্রাহিম, গনি, কাজী সাইফুল প্রমুখ।