রাজবাড়ী-২ আসনে বাংলাদেশ গণঅধিকার পরিষদের দলীয় মনোনয়ন প্রত্যশী প্রকৌশলী জাহিদ শেখের সমর্থনে লিফলেট বালিয়াকান্দিতে বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে বালিয়াকান্দি বাজারে লিফলেট বিতরণকালে তিনি বলেন, রাজবাড়ী-২ আসনের মানুষ শিক্ষা স্বাস্থ্য খাতে অনেক পিছিয়ে আছে। আমি সুযোগ পেলে এসবের উন্নয়নে কাজ করবো।
এসময় গণঅধিকার পরিষদের রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. শরিফুল ইসলাম, যুব অধিকার পরিষদের জেলা শাখার সাবেক সিনিয়র সহসভাপতি ও ছাত্রঅধিকার পরিষদের বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি কাজী সাইফুল ইসলাম অভি, কালুখালী উপজেলা শাখার সভাপতি মো. ওবায়দুর রহমান, বালিয়াকান্দি উপজেলা শাখার সাংগঠণিক সম্পাদক সারাফত ইসলাম অনিক প্রমুখ।