গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদী থেকে আড়াই লাখ বর্গমিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। শনিবার দুপুর ১ টা সময় দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির সামনে এ নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়ানো হয়।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, দিনব্যাপী পদ্মা নদীতে নৌপুলিশের অভিযানে নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়। পরে নৌপুলিশ নদী থেকে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমানের উপস্থিতিতে আগুনে পুুড়িয়ে ধ্বংস করে।
দৌলতদিয়া নৌপুলিশ ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, নদী হতে ৫ লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তিনি আরো বলেন, নদীতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান বলেন, নদীতে অবৈধ কারেন্টে জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। দৌলতদিয়া মৎস্য আড়ৎদারদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, যে মাছগুলো ধরা ও বিক্রি করা নিষেধ সেগুলো হতে সকলকে বিরত থাকতে হবে।