শিক্ষা শিল্পে গর্ব দেশ হবে মানবিক বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে ১০ ডিসেম্বর ২০১৫ইং তারিখে প্রতিষ্ঠিত হয় রাজবাড়ী শিশু কিশোর অধিকার পরিষদ নামে একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সংগঠনের সার্বিক কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে সংগঠনের উপদেষ্টা প্রেস ক্লাব, রাজবাড়ী’র সভাপতি সাংবাদিক কাজী আব্দুল কুদ্দুস (বাবু) এর নেতৃত্বে নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়, সভাপতি নির্বাচিত হয় লিটন মাহমুদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয় শফিকুল ইসলাম, সহ-সভাপতি ২জন শিব্বির মোল্লা সোহেল ও শংঙ্কর কুমার সরকার, সহ-সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কোরবান হোসেন, কোষাধক্ষ্য মো. জিহাদুর রহমান, শিশু শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুরাইয়া রহমান, নির্বাহী সদস্য ৩ জন মো. রাসেল মৌলিক, আব্দুল আওয়াল ও ইনামুল সরদার। সভায় কমিটির সকলে সংগঠনের সার্বিক কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।