রাজবাড়ীর বলিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে আলেয়া বিবি (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর রেলগেটের পশ্চিমে প্রায় ২০০ গজ দূরে এ দুর্ঘটনা ঘটে। তিনি একই গ্রামের ইসলাম সর্দারে স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি ভাটিয়াপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল ট্রেন দেখে রেললাইনের উপর থেকে ছাগল সরাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে তার শরীর ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ।
এ বিষয়ে বলিয়াকান্দি থানার এক কর্মকর্তা জানান, ঘটনাটি দুঃখজনক। রেললাইন অতিক্রমের সময় জনসচেতনতা বাড়ানো না গেলে এ ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটতে থাকবে।