বালিয়াকান্দি উপজেলার প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় সভাকক্ষে নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য বিভাগের আরএমও ডা. স্বজল কুমার সোম, থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, প্রকৌশলী রাহাত ফেরদৌস প্রমুখ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন স্তরে আইন শৃঙ্খলা সদস্যরা পরিদর্শন করবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।