‘সুস্থ্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন’ স্লোগানে ফরিদপুর সদর মমিনখাঁর হাটে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে মমিনখাঁর হাট ক্রীড়া ও সমাজ কল্যাণ সংঘ বনাম গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব মোকাবেলা করে।
খেলায় গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব ১-০ গোলে মমিনখাঁর হাট ক্রীড়া ও সমাজ কল্যাণ সংঘকে পরাজিত করে। বিজয়ী দলের নিজাম মোল্লা জয়সূচক গোলটি করেন।
গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন বলেন, প্রীতি ফুটবল খেলায় সাবেক ফুটবলার অংশ নেন। সকলের সাথে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে এবং নতুন প্রজন্মদের মাঠে ফেরাতে আমাদের এমন আয়োজন। আমরা সপ্তাহের অন্তত ছুটির দিন অর্থাৎ শুক্রবার বিভিন্ন দলের সোনালী অতীত খেলোয়াড়দের সাথে প্রীতি ম্যাচে অংশ নেয়। এতে করে সকলের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করে।