রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সাতটি ইউনিয়নে ১৪৮ টি পূজা মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে ২ অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে পূজা সমর্পণ হবে।
উপজেলার বহরপুর ইউনিয়নে রায়পুর সর্বজনীন কালী ও দুর্গা মন্দিরে প্রতিমাশৈলি কৃষ্ণ পাল জানান এবছর ১৬ টি মন্দিরে প্রতিমা তৈরির কাজ হাতে নিয়েছে যথা সময়ে শেষ করবেন।
মন্দিরের সভাপতি সন্তোষ কুমার দাস জানান, তার মন্দিরে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মন্দিরে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। তিনি আরও বলেন, মন্দিরের স্বেচ্ছাসেবকরা দিন-রাত কাজ করছেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিন জানান, পূজা শুরুর তিনদিন আগে থেকেই আনসার বাহিনীর সদস্যরা পূজা মন্দিরে উপস্থিত হয়েছে। সকল মন্দিরে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। বিভিন্ন স্তরের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান বালিয়াকান্দিতে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে শেষ করতে আইনশৃঙ্খলার পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেছেন।