জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-১ আসনের বাংলাদেশ জায়ামাতে ইসলামী সংসদ সদস্য মনোনীত প্রার্থী ও রাজবাড়ী জেলা শাখার আমীর অ্যাড. মো. নুরুল ইসলাম গোয়ালন্দে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
শনিবার সকালে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন গ্রামে পথচারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে গণসংযোগ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মো. মোশারফ হোসেন, বাইতুল মাল সম্পাদক আইয়ুব আলী খান, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মেহেদুল হাসান আক্কাস, দৌলতদিয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক, হাফেজ আবু সাঈদ সোহাগ, উজানচর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা শামসুল হক প্রমুখ।