রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সোনাপুর মোড় এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন গুরুতর আহত হয়েছে। শনিবার বিকাল ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে সোনাপুর মোড় বোয়ালিয়া হাসপালের পশে সংঘর্ষের ফলে উভয় যানবাহনের সামনের অংশ ভেঙে যায় এবং ড্রাইভার ও হেলপার সহ অন্তত চারজন আহত হন। আহতদের স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করেন।
দুর্ঘটনার খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার সঠিক কারণ ও আহতদের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।
পথচারীদের অভিযোগ, মহাসড়কে অতিরিক্ত গতির যানবাহন চালানোয় এখানে নিয়মিত ঝুঁকির সৃষ্টি করছে। স্থানীয়দের দাবি, দ্রুতগতির যান নিয়ন্ত্রণে এই মোড়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।