রাজবাড়ী বালিয়াকান্দিতে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা বিএনপির আয়োজনে অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ। বক্তৃতা করেন উপজেলা বিএনপির সহ সভাপতি জাফর আলি মিয়া, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক, বাচ্চু মন্ডল,উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি রাম গোপাল চট্টোপাধ্যায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুজয় কুমার পাল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ফ্রন্ট এর সদস্য সচিব শান্ত সিংহ, বহরপুর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাস চন্দ্র দাস প্রমুখ।
উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ বলেন, এদেশ আপনার আমার সবার এখানে সকলের অধিকার সমান। সকল ধর্মের মানুষ স্বাধীন ভাবে তার ধর্ম পালন করবে শারদীয় উৎসব উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির পক্ষ থেকে আমি সকল সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাই। আমাদের দল বিএনপির আপনাদের পাশে আছে আপনারা নির্ভয়ে আপনাদের ধর্মীয় উৎসব পালন করবেন আমরা আপনাদের পাশে আছি।