আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজবাড়ী-২ আসনে সংসদ পদপ্রার্থী জাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর মহাসচিব মোমিনুল আমিন এর পক্ষে নির্বাচনী মিছিল ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে এনডিএম নির্বাচনী পরিচালনা কমিটির আয়োজনে বালিয়াকান্দি স্টেডিয়াম মাঠে থেকে নির্বাচনী মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন জাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর বালিয়াকান্দি উপজেলা আহবায়ক রেজাউল ইসলাম সদস্য সচিব জিয়াউল ইসলাম, যুগ্ম সদস্য সচিব এস এম বাবু, কালুখালী নির্বাচনী সমন্বয়কারী ইসহাক আলী, যুব আন্দোলনের আহবায়ক নিসান মাহমুদ প্রমুখ।