বালিয়াকান্দি উপজেলায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের সভাকক্ষে নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. ফারুক হোসেন, বালিয়াকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ শাহনেওয়াজ পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) মো. এহসানুল হক শিপন, বালিয়াকান্দি থানার অফিসার্স ইনচার্জ মো. জামাল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মো. রফিকুল ইসলাম, বালিয়াকান্দি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্পনা রানী, বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, বালিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলম, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান কল্লোল কুমার বসু, বালিয়াকান্দি বাজার বণিক সমিতির সভাপতি ওসমান গনি মানিক প্রমুখ।