রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুরে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রবীন্দ্রনাথ দেবনাথ (৭৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। সোমবার সকাল ৯টার দিকে জামালপুর রেলওয়ে ফুটবল মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবীন্দ্রনাথ জামালপুরের ডাঙ্গাহাটির অমূল্য দেবনাথের ছেলে।
নিহতের ছেলে রতন দেবনাথ জানান, সকালে পারিবারিক বিষয় নিয়ে রাগ করে বাড়ি থেকে বের হয়ে রেললাইনের পাশে দাঁড়িয়েছিলেন তার বাবা। ট্রেন আসার সময় স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করলেও তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন।
রাজবাড়ী জিআরপি থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।