রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের তিন বছর মেয়াদি অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে ফ্রিল্যান্সারদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। তিনি ফ্রিল্যান্সারদের অর্থনৈতিক উন্নয়নের কারিগর হিসেবে অভিহিত করে বৈদেশিক মুদ্রা অর্জনে এবং স্বনির্ভরতা অর্জনে সকলকে উদ্বুদ্ধ করেন।
এসময় রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য উপস্থিত ছিলেন।