শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা মূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় রাজবাড়ী জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) রোগের টিকা প্রদানের বিষয়টি জানানো হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অচিন্ত কুমার কীর্ত্তনিয়া। সঞ্চালনা করেন জেলা তথ্য কর্মকর্তা রেখা ইসলাম। এসময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সংক্রমণজনিত রোগের অন্যতম প্রধান কারণ টাইফয়েড। টাইফয়েড জ্বর স্যালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয়। মূলত দূষিত পানি ও খাবারের মাধ্যমে এই রোগের জীবানু শরীরে প্রবেশ করে। কিন্তু “টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য ব্যাধি। টিকা প্রদানের মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। সারা দেশেই ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের এই টিকা প্রদান করা হবে। তারই ধারাবাহিকতায় আগামি ১২ অক্টোবর থেকে রাজবাড়ীতে এই টিকা প্রদানের কার্যক্রম শুরু হবে। জেলার ইপিআই স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে। এখন পর্যন্ত এই টিকায় তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া চোখে পড়েনি। তাই জেলার কোনো শিশু যেন এই টিকা নেওয়া থেকে বাদ না পরে সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।
জানা গেছে, এই টিকা নেওয়ার জন্য শিশুদের জন্ম-নিবন্ধনের নাম্মার দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। জেলায় প্রায় ৩ লাখ ১২ হাজার শিশুকে এই টিকার আওতায় আনা হবে। এখন পর্যন্ত ১ লাখের বেশি শিশু এই টিকা নেওয়ার জন্য আবেদন করেছেন।