রাজবাড়ী জেলা ডিবি পুলিশ রোববার পৃথক অভিযান চালিয়ে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এসময় দুইজন আসামী গ্রেফতার হয়েছে।
রাজবাড়ী জেলা ডিবি সূত্র জানায়, গত রোববার রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার একটি টিম বালিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে জঙ্গল ইউনিয়নের জঙ্গলবাজার এলাকা থেকে বাবর আলীকে ২০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। সে একই ইউনিয়নের অলংকারপুর গ্রামের আনছার আলী ফকিরের ছেলে।
অপরদিকে একই রাতে সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া এলাকা থেকে ৫০ পিচ ইয়াবাসহ মুক্তার আক্তার নামে একজনকে গ্রেফতার করা হয়। তার বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার মাদারটিলা গ্রামে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম জানান, আসামিদের সোমবার রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।