রাজবাড়ীর বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার নবাবপুর ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক, বালিয়াকান্দি সরকারি কলেজ, দুপুরে বালিয়াকান্দি থানা ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে। বিকেলে বালিয়াকান্দি অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান, সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের কর্মকতা, ৭টি ইউনিয়ন পরিষদের নচিব গ্রাম পুলিশ, সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. রফিকুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাক্তার মো. ফারুক হোসেন, প্রাণী সম্পাদ কর্মকতা ডাক্তার মানবেন্দ্র মজুমদার, উপজেলা প্রকোশলী রাহাদ ফেরদৌস, উপজেলা সহকারী কমিশনান (ভূমি) এহসানুল হক শিপন, বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দিন, বালিয়াকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ, বালিয়াকান্দি উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি সনজিৎ দাস, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি মো. আতিয়ার রহমান আতিক প্রমুখ।
মতবিনিময় সভা শেষে বিভিন্ন কার্যক্রমে শ্রেষ্ঠদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে বিভিন্ন চলমান কাজগুলোর পরিদর্শন করেন।