রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে রাব্বি (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রাব্বি বালিয়াকান্দি উপজেলার বনগ্রামের নবিয়ালের ছেলে। গত বুধবার দুপুর ১টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়ররা জানায়, রাব্বি মোটরসাইকেলে উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারাত্মক আহত হলে তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।