দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সোমবার থেকে সারাদেশে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ বছরের প্রতিপাদ্য ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’। রাজবাড়ীর বালিয়াকান্দিতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে বালিয়াকান্দি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে বালিয়াকান্দি উপজেলা পুকুরে মৎস্য অবমুক্ত করন করা হয়। পরবর্তীতে বালিয়াকান্দি উপজেলা অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদের সভাপতিত্বে উপজেলা মৎস্য দপ্তরের সহকারী মো. সজীবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. এহসানুল হক শিপন। বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. মো. ফারুক হোসেন, উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকতা সাখাওয়াত হোসেন গালিব, উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা মানবেন্দ্র মজুমদার, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন, বালিয়াকান্দি উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, সফল মৎস্য চাষী মো. জনাব আলী প্রমূখ। বক্তারা বলেন, মাছ চাষকে বীমার আওতায় আনতে হবে তাহলে বৈদেশিক মুদ্রা উপার্জন করা সম্ভব এবং এর উন্নয়নে মৎস্য চাষীদের আরো গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।