রাজবাড়ী পাংশার মাছপাড়া ইউনিয়নের হলুদবাড়ীয়া গ্রামে নানা বাড়িতে মঙ্গলবার জিম (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। সে পাংশার যশাই ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত আব্দুল মজিদের মেয়ে।
বাবা মারা যাওয়ার পর ছোটবেলা থেকে সে মাছপাড়া ইউনিয়নের হলুদবাড়িয়া গ্রামের নানা কাশেম মোল্লার বাড়িতে থাকত। সকালে তার নানা পুকুরে পাট ধুতে যান এবং নানী কাজে ব্যস্ত ছিলেন। এসময় ফাকা বাড়ি পেয়ে নানার কক্ষে গিয়ে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরবর্তীতে নানী বাড়িতে এসে দেখে জিম ফ্যানের সাথে ঝুলে আছে। নানী ডাক চিৎকার পারলে আশেপাশের লোকজন এসে গলার ফাঁস খুলে নিচে নামায়।
খবর পেয়ে পাংশা থানা পুলিশের এসআই শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। কী কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।