রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নে দুইজন আত্মহত্যা করেছে। তারা হলেন সুজানগর গ্রামের আয়েনউদ্দিনের ছেলে রুহুল আমিন (৩৫) ও দত্ত মজাইল গ্রামের আনছার আলী (৭০)। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
রুহুল আমিনের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রুহুল তার নিজঘরে আড়ার সাথে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে। অন্যদিকে দত্ত মজাইল গ্রামে নিজ শোবার ঘর থেকে বৃদ্ধ আনছার আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায়, রাতে খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে পড়েন আনছার আলী। সকালে দরজা না খোলায় পরিবারের লোকেরা দরজা ভেঙে তাকে জানালার গ্রীলের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পাংশা থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এব্যাপারে পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।