সোমবার বিকেল সাড়ে ৫টায় রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রেলওয়ে মাঠ চত্বরে দাদশী ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
তিনি তার বক্তৃতায় বলেন, শেখ হাসিনার ভুল রাজনীতির কারণে সাধারণ মানুষ, ছাত্র-জনতা গর্জে উঠেছিল। হাজারো ছাত্রজনতার রক্তের বিনিময়ে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটে। আন্দোলনের মুখে তিনি ও তার সহযোগীরা দেশত্যাগে বাধ্য হন। তবে যারা দেশে রয়েছেন তারাও আজ বিপাকে আছেন। আমরা বিশ্বাস করি, জনগণ আর আওয়ামী লীগকে চায় না। এখন দেশকে নতুন করে সাজাতে হবে। দাদশী ইউনিয়নসহ পুরো রাজবাড়ীকে নতুন করে গড়ে তুলতে হবে।
সভায় জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারি, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, আকমল হোসেন, জেলা বিএনপির সদস্য রইচ উদ্দিন ডিউক, এ মজিদ বিশ্বাস, কে এ সবুর শাহিন, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা কৃষক দলের আহ্বায়ক আয়ুবুর রহমান আয়ুব, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ওমর ফারুক প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন দাদশী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মর্তুজা এবং সঞ্চালনা করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নুরুন্নবী।