রাজবাড়ীর পাংশা উপজেলা ও পৌর জিয়া মঞ্চের পরিচিতি অনুষ্ঠান এবং কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার পাংশা পৌর শহরের আব্দুল মালেক প্লাজা কমিউনিটি সেন্টারে এ পরিচিতি অনুষ্ঠান ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আব্দুস সালাম মন্ডলের সভাপতিত্বে ও জিয়া মঞ্চের রাজবাড়ী জেলা কমিটির সদস্য সচিব আনিছুর রহমান মাসুদ, পৌর সভাপতি আরিফ মাহমুদ ও পৌর সাংগঠনিক সম্পাদক আনছার আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব মো. নাঈম আনছারী।
উদ্বোধক ছিলেন পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাহমুদুল হক রোজেন। প্রধান বক্তা ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মঞ্জুরুল আলম দুলাল। বিশেষ বক্তা ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রিয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার পারভেজ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান রাজা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, শিল্পপতি মোজাহিদুল ইসলাম মুজাহিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকমল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী সরদার, হাবাসপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ খান, জিয়া মঞ্চ রাজবাড়ী জেলা কমিটির আহ্বায়ক মাহফুজুর রহমান প্রমূখ।
পাংশা উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক এস এম ফরিদ হাসান ও পৌর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খায়রুল ইসলাম অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন।