আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে রোববার বেলা ১১টায় রাজবাড়ী জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর পুলিশ সুপার কামরুল ইসলাম। সভার শুরুতেই সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন সার্বজনীন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মহোদয় পূজা উদযাপন বিষয়ে জেলা, উপজেলা এবং পৌর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের নিকট থেকে শারদীয় দুর্গা পূজার পূর্বপ্রস্তুতি ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে সকলের মতামত শোনেন। পুলিশ সুপার সকলকে আশ্বস্ত করে বলেন, রাজবাড়ী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য সময়ের থেকে স্বাভাবিক আছে এবং জেলা পুলিশের সকল কার্যক্রম চালু হয়েছে। আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রাক পূজা নিরাপত্তা ব্যবস্থা, পূজা কালীন নিরাপত্তা ব্যবস্থা এবং পূজা পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা এই তিনটি পর্যায়ে নিরাপত্তা বলয় করা হয়েছে। দর্শনার্থীরা যেন স্বাভাবিকভাবে পূজা মন্ডপে যেতে পারে সেই কারণে যানজট নিরসনের ট্রাফিক বিভাগকে নির্দেশনা প্রদান করেন।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মন্ডপে শতভাগ সিসি টিভি স্থাপনের বিষয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী উৎসব পালন করতে সকলের প্রতি বিশেষ অনুরোধ করেন। তিনি আরো বলেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কোন ধরণের বিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করার অপচেষ্টা করলে তাকে কঠোর হস্তে রাজবাড়ী জেলা পুলিশ প্রতিহত করবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে অপরাধীকে অপরাধী হিসাবেই বিবেচনা করা হবে সে কোন ধর্ম বা বর্ণের সেটা বিবেচ্য না।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব , পিপিএম-সেবা।