রাজবাড়ীর গোয়ালন্দে ঢাক-খুলনা মহাসড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার সন্ধ্যায় গোয়ালন্দ বাসস্ট্যান্ডে ৪টি বাস-ট্রাকে হাইড্রোলিক হর্ণ জব্দসহ ধ্বংস ও ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান। এসময় পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক ইমরান হোসেন উপস্থিত ছিলেন।
ইউএনও নাহিদুর রহমান বলেন, মহাসড়কে শব্দ দূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় ৪টি যানবাহন থেকে হাইড্রোলিক হর্ণ জব্দসহ ধ্বংস করা হয় ও ২ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। তিনি আরও বলেন, মহাসড়কে চলাচলরত শিশু ও বয়স্কদের হাইড্রোলিক হর্ণের বিকট শব্দে শারিরীক অনেক সমস্যার সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে বাসস্ট্যান্ডে বিভিন্ন যানবাহনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।