গোয়ালন্দে নিখোঁজ শেফালী বেগম (৪৮) নামে একজন গৃহবধূর খোঁজ পেতে থানা ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী স্বামী রহমত শেখ। তিনি উপজেলার উজানচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড হাবিল মন্ডল পাড়া গ্রামের বাসিন্দা।
পরিবার ও থানা সূত্রে জানা যায়, নিখোঁজ শেফালী বেগম দেখতে শ্যামলা বর্ণের। নিখোঁজ হওয়ার সময় তার গায়ে খয়েরী রঙের সালোয়ার কামিজ এবং পায়ে জলপাই রঙের স্যান্ডেল পরিহিত ছিল। পরিবার ও থানা সূত্রে আরো জানা যায়, গত ৯ সেপ্টেম্বর বেলা ১২ টার দিকে উজানচর হাবিল মন্ডল পাড় এলাকা থেকে তিনি নিখোঁজ হন।
শেফালীর স্বামী রহমত শেখ বলেন, আমার স্ত্রী একজন সহজ-সরল মানুষ। গত ৯ সেপ্টেম্বর থেকে আমার স্ত্রী নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পর ব্যর্থ হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। স্ত্রীকে খুঁজে পেতে দেশের মানুষ ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ্ আল মামুন বলেন, এব্যাপারে একটি সাধারণ ডায়েরি হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ হতে খোঁজ নেয়ার চেষ্টা চলছে। খোঁজ পেতে ইতিমধ্যে পুলিশ কাজ করছে।