রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত নিহত পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ উদ্যোগে গত রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ অর্থ সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ’র ঢাকা বিভাগের পরিচালক শফিকুজ্জামান ভুঁইয়া, রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, এনডিসি সাদ আহমেদ, সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক, বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক মোহাম্মদ নাছির উদ্দিন, মোটরযান পরিদর্শক শেখ ওয়াহিদ, মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত, রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি মুরাদ হাসান, সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় কেউ যদি মারা যান তাহলে তার পরিবার সর্বোচ্চ ৫ লক্ষ টাকা, কেউ যদি সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করে এবং তার যদি ভালো হবার সুযোগ না থাকে সে ৩ লক্ষ টাকা এবং কেউ যদি সড়ক দুর্ঘটনা আহত হয় এবং সুস্থ হবার সম্ভাবনা থাকে তাকে এই ট্রাস্টি বোর্ড থেকে ১ লক্ষ টাকা দেওয়া হবে। তিনি আরও বলেন, অনেক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার সরকারের এই আর্থিক সহায়তার সুযোগ সম্পর্কে জানেন না। তাই বিষয়টি নিয়ে ব্যাপক প্রচারণা চালানো জরুরি। দুর্ঘটনা হ্রাসে সরকার ইতোমধ্যে নানান পদক্ষেপ নিয়েছে।