গোয়ালন্দ উপজেলার নুরাল পাগলার দরবার থেকে গরু লুটের ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত পৌনে ১ টার দিকে গোয়ালন্দ উপজেলার উজানচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম সজিব শেখ (২৬)। তিনি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর নতুনপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার স্থানীয় উজ্জ্বল শেখের ছেলে।
পুলিশ সূত্র জানায়, গত ৫ সেপ্টেম্বর গোয়ালন্দ উপজেলার নুরাল পাগলার দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগিসংযোগসহ একজন নিহতের ঘটনা ঘটে। এই ঘটনায় ওই দিনই দিবাগত রাতে থানার এসআই সেলিম মোল্লা বাদী হয়ে অজ্ঞাত সাড়ে তিন হাজার জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ৮ সেপ্টেম্বর নিহত খাদেম রাসেল মোল্লার বাবা বাদী হয়ে হত্যাসহ অগ্নিসংযোগ, লাশ পোড়ানো, চুরি ও জখমের অভিযোগে ৩ হাজার ৫শ থেকে ৪ হাজার জনকে অজ্ঞাত আসামি করে আরেকটি মামলা দায়ের করেন। সজিবকে অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুরের ঘটনায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানায় পুলিশ।
রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শরীফ আল রাজীব জানান, নুরাল পাগলার দরবারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এপর্যন্ত মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে পুলিশের করা মামলায় ১৬ জন ও হামলা, লুটপাট ও ভাঙচুরের মামলায় ১০ জন রয়েছেন। গ্রেফতার সজিবের দরবারের গরু লুটের সাথে সম্পৃক্ততা পাওয়া গেছে।