চর হড়িনাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্র নাজমুল হোসেন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার উন্নত চিকিৎসার জন্য দ্রুত সময়ের মধ্যে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা প্রয়োজন। কিন্তু তার পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। চিকিৎসার বিপুল ব্যয়ভার বহন করা তাদের পক্ষে সম্ভব নয়। নাজমুল হোসেনের লেখাপড়ার প্রতি প্রচন্ড আগ্রহ, স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। কিন্তু আজ সেই স্বপ্ন থেমে যেতে বসেছে শুধুমাত্র টাকার অভাবে। তাই সমাজের সহৃদয় ও বিত্তবান ব্যক্তিদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যদি যার যার সাধ্যানুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো এই সম্ভাবনাময় তরুণটি আবারও নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে।
সাহায্য পাঠানোর ঠিকানা বিকাশ: ০১৮৭৪৮০২৩৫১(নাজমুল হোসেনের পিতা মো. ইসলাম মন্ডল ঠিকানা: গ্রাম মুছিদাহ, ডাকঘর: পুঁইজোর, উপজেলা: পাংশা, জেলা: রাজবাড়ী)।
আপনাদের সামান্য সাহায্য একটি জীবন বাঁচাতে পারে।