রাজবাড়ীমীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ’র আয়োজনে শরৎ উৎসব জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নুষ্ঠিত হয়। কবি সালাম তাসির এর সভাপতিত্বে রাজ্জাকুল আলম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী সরদার, প্রফেসর শাহ নেওয়াজ পারভেজ, জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ, বিশ্বভরা প্রাণ ফরিদপুরের সভাপতি কবি সফিক ইসলাম প্রমুখ।
গান, কবিতা, নৃত্যের আয়োজনে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়। অনুষ্ঠানে চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৬০ জন শিক্ষার্থীর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।