রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা (দাবা, কাবাডি, সাঁতার, ফুটবল) শুরু হয়েছে। গত সোমবার প্রতিযোগিতার প্রথম দিন সাঁতার, দাবা ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে সাঁতার, গোয়ালন্দ প্রপার হাই স্কুলে দাবা এবং দৌলতদিয়া মডেল হাই স্কুলে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম প্রমুখ।