রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে। ২৫ মে থেকে ২৭ মে এই ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান। ২৫ মে সকালে উপজেলা ভূমি অফিস বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে র্যালি ও আলোচনা সভা স্টল পরিদর্শন। উপজেলা সহকারী কমিশনার ভূমি এহসানুল হক শিপনের সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র মজুমদার, মেডিকেল অফিসার ডা. স্বজল কুমার সোম প্রমুখ। এই মেলা উপলক্ষে দিনব্যাপী কৃষি সেবা, লিফলেট বিতরণ, মাইকিং, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।