রাজবাড়ীর বালিয়াকান্দি থানার পুলিশ মোটরসাইকেল চুরির অভিযোগে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার জোতপাড়া গ্রামের জিন্নাহ শেখের ছেলে।
বালিয়াকান্দি থানা সূত্র জানায়, গত ৭ ডিসেম্বর তারিখে বালিয়াকান্দির রামদিয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন মোহাম্মদ আলীর একটি পালসার মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় তিনি বালিয়াকান্দি থানায় মামলা করেন। মামলাটি রুজু হওয়ার পর পুলিশ সুপারের তত্ত্বাবধানে তথ্য প্রযুক্তির সহায়তায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এবং সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল), রাজবাড়ী’দ্বয়ের নেতৃত্বে আসামী মোঃ আনোয়ার হোসেন (৩৫) এর অবস্থান শনাক্ত করে বালিয়াকান্দি থানার একটি চৌকশ টিম অভিযান চালিয়ে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী চুরি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।