রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার প্রশাসনের আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। সোমবার সকালে বালিয়াকান্দি স্টেডিয়াম মাঠে ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্ন মহরা প্রদর্শন করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র মজুমদার, ডা. সজল কুমার সোম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জামান প্রমুখ।