রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পুষআমলা গ্রামের সমাধীনগর বাজারের ব্যবসায়ী উৎপল বিশ্বাস (৪৫) এর ক্ষত-বিক্ষত লাশ। বৃহস্পতিবার বিকেলে তার নিজ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া গড়াই নদীর বিপরীত পাশ থেকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তার পিতার নাম মৃত ধীরেন্দ্রনাথ বিশ্বাস।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন জানান, উৎপল গত ১৪ই ফেব্রুয়ারী তারিখে নিখোঁজ হয়। পরদিন পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করে। অনেক খোঁজাখুজির পর ২০ ফেব্রুয়ারী দুপুরে নদীতে লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানা পুলিশকে অবগত করে। বালিয়াকান্দি থানা পুলিশ, নৌ-পুলিশ ও মাগুরার জেলা পুলিশ যৌথভাবে লাশটি উদ্ধার করা হয়। লাশটির হাত-পা বাঁধা এবং ভুঁড়ি বের করা বিকৃত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।