রাজবাড়ীর বালিয়াকান্দিতে মো. শরীফুল ইসলামকে মারধর, ভাংচুর ও স্বর্ণালংকার চুরির অভিযোগে ৪জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। মামলাটি বালিয়াকান্দি থানার ওসিকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন বিচারক।
মামলার বাদী ও বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরবহরপুর গ্রামের মো. শরিফুল ইসলামের স্ত্রী জলি খাতুন অভিযোগে বলেন, পারিবারিক পুর্ব বিরোধের জের ধরে গত ২২ ডিসেম্বর রাত ৯টার সময় আসামীরা বসত ঘরে প্রবেশ করে ঘরে থাকা ফ্রিজ ভাংচুর করতে থাকে। তাকেও এলোপাথারী ভাবে মারধর করে রক্তাক্ত জখম করে। মারধর করে তারা ঘরের আলমারীর ড্রয়ারে থাকা থাকা নগদ ৪০ হাজার টাকা চুরি করে ও বাদীর গলায় থাকা ৭০ হাজার টাকা মূল্যের ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে হুমকি দিয়ে হামলাকারীরা পালিয়ে যায়।
মামলার বাদীপক্ষের আইনজীবি মো. নিজাম উদ্দিন হায়দার বলেন, বিচারক মামলাটি গ্রহণ করে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন।