রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বারুগ্রামের পেঁয়াজ বীজক্ষেত ধ্বংস করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে চাষিরা অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে গত ২২ ডিসেম্বর রাতে। জেলা প্রশাসকের বালিয়াকান্দিতে আসার খবরে ২০/২৫ জন কৃষক ছুটে এসে তাদের অভিযোগ জানান। অপরদিকে কৃষি বিভাগের উপ-পরিচালক ড. শহীদুল ইসলাম, বালিয়াকান্দি কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। কৃষকের এ অপূরণীয় ক্ষতি এ বছরে পূরণ করা সম্ভব নয়। ইন্সপেক্টর আলামিন জানান, আমাদের টিম কাজ করছে সকলের সহযোগিতা পেলে সহজেই অপরাধীকে শনাক্ত করা যাবে।