রাজবাড়ী জেলার গোয়ালন্দে ২মাস ব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন এর আয়োজনে এ প্রশিক্ষন কর্মসূচী শুরু হয়।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গোয়ালন্দ উপজেলা হল রুমে নির্বাহী অফিসার আজিজুল হক খান মামুনের সভাতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার দেওয়ান তোফায়েল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সি। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন।
ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষে টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকার ২য় পর্যায়) শীষক কারিগরি সহয়তা প্রকল্পে ২মাস মেয়াদি ভ্রাম্যমান কম্পিউটার শুরু করা হয়।
এসময় ভ্রাম্যমান একটি এসি গাড়ীতে উপজেলার ২০জন নারী ও ২০ জন পুরুষ প্রশিক্ষনে অংশগ্রহন করেন। নারীদের জন্য সকাল ৯টা ৩০মিনিট থেকে দুপুর দেড়টা পর্যন্ত এবং পুরুষের জন্য দেড়টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত টানা প্রশিক্ষন চলমান থাকবে।