“কারিগরি শিক্ষা নিলে, দেশে- বিদেশে কর্ম মিলে” একটাই লক্ষ্য হতে হবে দক্ষ” প্রতিপাদ্যকে সামনে রেখে গোয়ালন্দে “স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শনিবার গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজ ক্যাম্পাসে ১০টি স্টলে শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সুলতানা মেহেরুনা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিকেশন কনসালটেন্ট অ্যাসেট প্রজেক্টের মো. জিল্লুর রহমান, আরএফএল প্লাস্টিকস লিমিটেড এর এজিএম মো. আবু জাহিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস প্রমুখ।