রাজবাড়ীর গোয়ালন্দে জমিজমার বিরোধে মোতালেব মন্ডল (৩৫) নামের এক যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত মোতালেব গোয়ালন্দ পৌরসভার ৭ নং ওয়ার্ডের কুমড়াকান্দি গ্রামের মৃত সেকেন আলী মন্ডলের ছেলে। শুক্রবার কুমড়াকান্দি হাবির দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবেশী মাছেম মন্ডলের সাথে বসতবাড়ির জমিজমা নিয়ে মোতালেব মন্ডলের বড় ভাই মোহন মন্ডলের বিবাদ চলছিল। শুক্রবার সকালে বিষয়টি নিয়ে মোহন মন্ডলের সাথে তর্ক বিতর্ক করছিল মাছেম মন্ডলের ভাতিজা টিটু। এক পর্যায়ে টিটু তাদের বাড়ি হতে লোহার রড এনে মোহন মন্ডলকে মারতে উদ্যত হয়। এ সময় মোহনের ছোট ভাই মোতালেব টিটুকে আটকানোর চেষ্টা করে। এতে টিটু ক্ষিপ্ত হয়ে মোতালেবকেই ওই রড দিয়ে বেদম পেটায়। এতে তার মাথা ফেটে রক্তাক্ত হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্হানে মারাত্মক জখম হলে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে স্থানীয় কয়েকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে আহত মোতালেব মন্ডলের খালাতো ভাই জালাল উদ্দিন বলেন, পরিবারের সবাই হাসপাতালে রোগী নিয়ে ব্যস্ত আছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হবে।
অভিযুক্ত টিটু অথবা তার পরিবারের কোন সদস্যের সাথে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।
গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, জমিজমার বিরোধে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যাক্তি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। শুক্রবার বিকেল পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি।