দৌলতদিয়ায় ফেরি ঘাটে সাধারণ যাত্রীদের কাছ থেকে জোর পূর্বক ইজারাদার কতৃপক্ষের টিকেট বিক্রেতারা ২৫ টাকার পরিবর্তে ৩০ টাকা টিকেট বিক্রির অভিযোগে সত্যতা পেয়ে ৬জন কে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানার সদস্যরা। পরে তাদেরকে জরিমানা করা হয়।
বার বার কতৃপক্ষকে হুশিয়ারী করা হলেও কোন ধরনের কর্ণপাত করেনা ইজারাদার কর্তৃপক্ষ। ফেরি ঘাটের যাত্রী পারাপারে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের কাছ থেকে সুবহানা এন্টারপ্রাইজ ২৫ টাকা মূল্যে টিেিকট বিক্রির ইজারা পায় । প্রতিটি টিকেটের মূল্য ৫ টাকা বাড়িয়ে প্রতিদিন ভাড়া আদায় করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়। দুপুরে অভিযান চালিয়ে টিকেটের অতিরিক্ত মূল্য নেওয়ার কারনে এ ৬ জনকে আটক করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার জানান, শুক্রবার বিকালে সুবহানা এন্টারপ্রাইজ কতৃপক্ষের ৬ টিকেট বিক্রেতাকে আটকের পর ২ হাজার টাকা করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গোয়ালন্দ সহকারী কমিশনার ভূমি মোঃ রফিকুল ইসলাম। এ ব্যাপারে বিআইডব্লিউটসির’ডিজিএম খালিদ নেওয়াজকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টিকেট মূল্যের বেশি টাকা নেওয়ার ব্যাপোরে কোন ধরনের ব্যবস্থা গ্রহনের কথা জানতে চাইলে তিনি দ্রুত পাটুরিয়া ও দৌলতদিয়ায় ইজারাদার কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান।