বাংলাদেশ পুলিশের মানবিক উদ্যোগে ঘর পাচ্ছেন বাবা-মা হারানো স্বামীর বাড়ি থেকে বিতাড়িত এতিফোন বেগম (৫০)। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা ইসলামপুর ইউনিয়নের বাওনারা গ্রামের দুদু খানের মেয়ে। কিছুটা মানসিক প্রতিবন্ধী এই নারী ঘর পেয়ে খুব আনন্দিত। জেলা পুলিশ সূত্র জানায়, জেলা পুলিশের উদ্যোগে রাজবাড়ীর পাঁচ উপজেলায় হতদরিদ্রদের জন্য পাঁচটি ঘর নির্মাণ করা হয়েছে। শিগগিরই তা হস্তান্তর করা হবে।
এতিফোন বেগমের পারিবারিক সূত্র জানায়, তার বয়স যখন ৬ দিন মা তাকে নিয়ে মামা বাড়ী বাওনারা চলে আসে। বাবার বাড়ি ছিল বালিয়াকান্দি ইউনিয়নের পাইককান্দি গ্রামে। মামা মতিয়ার রহমান তাকে লালন পালন করে বেলগাছি গ্রামে বিয়ে দেয়। বিয়ের দুই বছর পর শ্বশুর বাড়ির লোকজন তাকে মারপিট করে তাড়িয়ে দেয়। আবারও সে মামার বাড়িতে ফিরে আসে। মামার বাড়িতে থেকে বিভিন্ন বাড়িতে কাজ করে জীবন কাটছে তার। শেষ বয়সে পুলিশের উদ্যোগে একটি ঘর নির্মাণ করা হয়েছে। এ ঘরের জন্য তার মামাতো ভাই আইয়ুব হোসেন ২ শতাংশ জমি দিয়েছে। এতিফোন বেগম জানান, আমি আজ আনন্দিত। পুলিশ ভাইয়েরা ভাল থাকুক । আল্লাহর কাছে প্রার্থনা করি বঙ্গবন্ধুর পরিবার শান্তিতে থাক।