রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উদযাপন উপলক্ষে মাঝরাতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান। শুক্রবার রাতে তিনি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে পূজার সার্বিক নিরাপত্তা ও আয়োজন পর্যবেক্ষণ করেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং পূজায় আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ইউএনও মো. নাহিদুর রহমান বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা মাঠে আছে। জনগণের নিরাপত্তাই আমাদের প্রধান অঙ্গীকার।”