রাজবাড়ীতে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।
বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য টুরিজম এন্ড পিচ প্রসঙ্গে আলোচনাকালে পর্যটনকে শুধু ভ্রমণ নয়, বরং একে সংস্কৃতি বিনিময়, শান্তি প্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বলে অভিহিত করেন বক্তারা। দায়িত্বশীল পর্যটনের মাধ্যমে পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনীতি শক্তিশালীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তবিবুর রহমান প্রমুখ।