রাজবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের আজাদী ময়দান সংলগ্ন বিআরইএল কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী পৌরসভা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
সকালে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের উপস্থিতিতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলন শেষে কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে এবং পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল শহরের আজাদী ময়দান থেকে শুরু হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১ নম্বর রেলগেট সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে এসে শেষ হয়। সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা লিয়াকত আলীর সঞ্চালনায় এসময় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমীর অ্যাড. নুরুল ইসলাম, নায়েবে আমীর মো. হাসমত আলী হাওলাদার, সেক্রেটারী মো. আলিমুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য প্রফেসর মো. হেলাল উদ্দিন, রাজবাড়ী সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আহম্মদ খান, জেলা জামায়াতে ইসলামীর সাবেক কর্মপরিষদ সদস্য ও বর্তমান টিম সদস্য সাবেক সহকারী অধ্যাপক ডা. ইুউনুস আলী মোল্লা প্রমুখ।