বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক সাফ জয়ী সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, একটি রাজনৈতিক দল ধর্মকে পুঁজি করে দেশের মানুষের সাথে প্রতারণা করছে। তাদের এ ভ্রান্ত কথায় কেউ প্রতারিত হবেন না। বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মাণ করা হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রতিটি ঘরে পৌছে দিতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
গত শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর রেলওয়ে ফুটবল মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
রাজ্জাক জুট মিলের পরিচালক আবুল বাশার খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, রাজবাড়ী-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল আলম, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান প্রমুখ। এসময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খেলায় বালিয়াকান্দির খালকুলা একাদশ ২-০ গোলে মধুখালীর আশাপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।