রাজবাড়ী জেলা পুলিশ ১০৪ টি হারানো মোবাইল ফোন করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে। শনিবার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রকৃত মালিকের নিকট মোবাইল ফোন হস্তান্তর করেন রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।
জেলার ৫টি থানার জিডির সূত্র ধরে রাজবাড়ী সদর থানার ৫২ টি, গোয়ালন্দঘাট থানার ১৪ টি, পাংশা মডেল থানার ১২ টি, কালুখালী থানার ১৪ টি, বালিয়াকান্দি থানার ১২ টি সহ ১০৪ টি হারানো মোবাইল রাজবাড়ীসহ বিভিন্ন জেলা হতে উদ্ধার পূর্বক যাচাই-বাছাই করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ সুপার বলেন, জেলা পুলিশ রাজবাড়ী অন্যান্য আইন-শৃঙ্খলা ডিউটির পাশাপাশি হারানো মোবাইল উদ্ধার ও সাইবার ক্রাইম মনিটরিং করে থাকে। রাজবাড়ী জেলার প্রতিটি থানায় মোবাইল হারানো জিডি হয়। জিডির প্রেক্ষিতে সাইবার ক্রাইম মনিটরিং সেল এর একটি চৌকস টিম হারানো মোবাইল উদ্ধারে প্রতিনিয়ত কাজ চালিয়ে যাচ্ছে। হারানো মোবাইলের প্রকৃত মালিকগণ তাদের মোবাইল ফিরে পেয়ে সকলে আবেগ প্রবন হয়ে পড়েন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মো. আবু রাসেলসহ জেলা পুলিশ রাজবাড়ীর উর্র্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।