রাজবাড়ীতে স্কিল এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে। ‘একটাই লক্ষ্য হতে হবে দক্ষ’ স্লোগানকে সামনে রেখে শনিবার রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে প্রতিষ্ঠানের প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।
এ উপলক্ষে এক আলোচনা সভায় রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজল বরণ বিশ্বাসের সভাপতিত্বে বক্তৃতা করেন এসেট প্রজেক্টের কমিউনিকেশন কনসালটেন্ট মো. জিল্লুর রহমান, রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক সুলতানা আক্তার শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রম অব্যাহত রাখার জন্য উদ্বুদ্ধ করেন। পরে তিনি উদ্ভাবনী বিষয়ক স্টলগুলো পরিদর্শন করেন।