কুষ্টিয়ার আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলার হাজিরা দিতে গিয়ে হামলার শিকার হয়েছে রাজবাড়ীর কালুখালী উপজেলার পলাশ বিশ্বাস। সে কালুখালীর রতনদিয়া গ্রামের সুভাষ বিশ্বাসের পুত্র। এ ব্যাপারে পলাশ বিশ্বাস কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বুধবার দুপুরে পলাশ বিশ্বাস কালুখালী উপজেলা মানবাধিকার সংস্থার কার্যালয়ে সাংবাদিক ও মানবাধিক কর্মীদের কাছে এ তথ্য তুলে ধরেন। পলাশ বিশ্বাস জানান, ব্যক্তিগত তথ্য গোপন করে তার সাথে এক তরুণীর মেয়েটি মা। এ ঘটনায় তিনি রাজবাড়ীর পাংশা পারিবারিক জজ আদালতে মামলা দায়ের করেন। তরুণী মা কুষ্টিয়া ম্যাজিস্ট্রেট আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে পাল্টা মামলা করেন। ওই মামলার হাজিরা দিয়ে বাড়ী ফেরার সময় কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়াতে তার উপর হামলা হয়।